প্রতিষ্ঠানের পরিচিতি

ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি শীর্ষ স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা । উপমহাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং প্রখ্যাত সূফী সাধক হযরত খান বাহাদুর আহ্ছানউল্লা (রঃ) ১৯৫৮ সনের ৯ ফেব্রুয়ারী ঢাকা আহ্ছানিয়া মিশন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে ঢাকা আহ্ছানিয়া মিশন সাধারণ মানুষ বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক ও আত্বক জীবন উন্নয়নে বিভিন্নমূখী কর্মসূচী বাস্তবায়ন করে আসছে এবং তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।
ঢাকা আহ্ছানিয়া মিশনের মূলনীতি : ”স্রষ্টার ইবাদত ও সৃষ্টির সেবা”

প্রাতিষ্ঠানিক মূল্যবোধ

  • মানবতা: সুবিধাবঞ্চিত ও অবহেলিত জনগোষ্ঠীর যত্ন নেওয়া ও সেবা প্রদান
  • আধ্যাত্মিকতা: সৃষ্টির সেবা স্রষ্টার এবাদাতের অংগ
  • নম্রতা: নিজেকে ক্ষুদ্রাতিক্ষুদ্র মনে করা
  • সমতা ও সাম্যতা: সমাজে সাম্যতা প্রতিষ্ঠার জন্য সব মানুষকে সমান দৃষ্টিতে দেখা
  • প্রকৃতির প্রতি মমত্ববোধ: প্রকৃতির যত্ন না নিলে মানব উন্নয়ন স্থায়ী হবে না
  • সততা ও নৈতিকতা: দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা ও বিশ্বস্ততার পরিচয় প্রদান

নিবন্ধন:

  • সমাজসেবা অধিদপ্তর ডিএসএস-৩১৬/১৯৬৩
  • এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর রেজি: নং ২৪৬ (তারিখ: ০৯/১২/১৯৮৭)
  • সোসাইটিস রেজিষ্ট্রেশন অ্যাক্ট-১৮৬০ এর আওতায় রেজিষ্ট্রিকৃত নং এস ৫৬৮২ (৭৯৯) ০৬

আন্তর্জাতিক মর্যাদা :

  • পরামর্শক মর্যাদা, জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ( ECOSOC)
  • পরামর্শক মর্যাদা, ইউনেস্কো ( UNESCO)
  • সহযোগী মর্যাদা, জাতিসংঘ জনতথ্য বিভাগ (UNDPI)

কর্মসূচির প্রধান ক্ষেত্র সমূহ:

  • কোর সেক্টরস্ : স্বাস্থ্য, শিক্ষা, অর্থনেতিক উন্নয়ন
  • কমপ্লিমেন্টারি সেক্টরস্ : ওয়াটার স্যানিটেশন এন্ড হাইজিন (ওয়াশ) ,টেকনিক্যাল ভকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং (টিভিইটি), কৃষি
  • ক্রস-কাটিং সেক্টরস্: অধিকার ও সুশাসন এবং জলবায়ূ পরিবর্তন ও দূর্যোগ ঝূঁকি প্রশমন

কর্মসূচীর আওতাধীন এলাকা:

  • জেলা : ৪৩,
  • উপজেলা : ১৮৩

মিশন প্রতিষ্ঠিত উল্লেখযোগ্য প্রতিষ্ঠান সমূহ :

  • এ্যাডিক্শন ম্যানেজমেন্ট এন্ড ইন্ট্রিগ্রেটেড কেয়ার ( আমিক), ঢাকা, গাজীপুর ও যশোর
  • আহ্ছানঊল্লা ইউনিভার্সিটি অব্ সাইন্স এন্ড টেকনোলজি, তেজগাঁও, ঢাকা
  • আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল, উত্তরা, ঢাকা
  • আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল, মিরপুর, ঢাকা
  • হেনা আহমেদ হাসপাতাল, শ্রীনগর, মুন্সিগন্জ
  • আহ্ছানউল্লা ইন্সটিটিউট অব ভকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং, ঢাকা
  • আহ্ছানউল্লা ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড কম্যুনিকেশন টেকনোলজি, ঢাকা
  • সেন্টার ফর ইন্টারন্যাশনাল এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট, ঢাকা
  • ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট
  • আহ্ছানিয়া মিশন চিলড্রেন সিটি, ঢাকা ও পঞ্চগড়
  • নগর দোলা (বুটিক সপ), ঢাকা, চট্টগ্রাম ও সিলেট

আমিক পরিচিতি :
বিশ্বজুড়ে মাদক নির্ভরশীলতা একটি মারাত্মক সামাজিক সমস্যা হিসেবে প্রতীয়মান হচ্ছে। আমাদের দেশের নারী-পুরুষের মধ্যে মাদক গ্রহণের প্রবণতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এ সমস্যা মোকাবেলায় ভূমিকা রাখতে এবং দেশের ক্রমবর্ধমান মাদক সমস্যা ও আন্তর্জাতিক প্রেক্ষাপটকে সামনে রেখে ১৯৯০ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা আহ্ছানিয়া মিশন অন্যান্য কর্মকান্ডের পাশাপাশি মাদকবিরোধী কর্মসূচী গ্রহণ করে যা আহ্ছানিয়া মিশন মাদকতা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মসূচী (আমিক) নামে পরিচিত ছিল। পরবর্তীতে ২০০৪ সালে নাম পরিবর্তন করে অ্যাডিকশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনটিগ্রেটেড কেয়ার (আমিক) নামকরণ করা হয়। বর্তমানে এটি ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি অন্যতম উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ।

উদ্দেশ্য ঃ একটি শান্তিপূর্ণ সমাজ গঠন করা যেখানে সামাজিক সম্প্রীতি বিরাজ করবে এবং যেখানে তামাক, মাদক ও এইচআইভি/এইডস্ সংক্রান্ত স্বাস্থ্য ক্ষতি থাকবে না।

কার্যক্রম ঃ আমিক মাদকাসক্তি চিকিৎসা ও পূনর্বাসন কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। যেমন ঃ

  • তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম
  • প্রাথমিক স্বাস্থ্য সেবা সংক্রান্ত কার্যক্রম
  • যক্ষা নিয়ন্ত্রণ কার্যক্রম
  • অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কার্যক্রম , ইত্যাদি ।

আমিকের মাধ্যমে ১৯৯০ সাল থেকে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি ১৯৯৭ সাল থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর ও সাতক্ষীরা জেলায় ডিটক্সিফিকেশন ক্যাম্প স্থাপনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে মাদক নির্ভরশীলদের স্বল্পমেয়াদি চিকিৎসা সেবা প্রদান করা হয়। কিন্ত স্বল্পমেয়াদি চিকিৎসার সফলতা যথেষ্ট না হওয়ায় এবং দেশ-বিদেশের মাদকবিরোধী কার্যক্রমের অভিজ্ঞতা নিয়ে ২০০৪ সালের মে মাসে গাজীপুর জেলার রাজেন্দ্রপুরে ৫ বিঘা জমির ওপর চারতলা নিজস্ব ভবনে এবং ২০১০ সালে যশোর ভেকুটিয়ায় ৮ বিঘা জমির ওপর পাঁচতলা নিজস্ব ভবনে মাদক নির্ভরশীল পুরুষদের জন্য চিকিৎসা সেবা ও পুনর্বাসন কার্যক্রম শুরু হয়। আর ২০১৪ সালের এপ্রিল মাসে ঢাকার পিসিকালচার হাউজিং সোসাইটিতে নিজেস্ব ভবনে নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম চলছে। বর্তমানে আমিক-ঢাকা আহ্ছানিয়া মিশন ৩ টি মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র পরিচালনার মাধ্যমে মাদক নির্ভরশীলদের চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে।

এছাড়া কলম্বো প্লানের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্রিডেন্সিয়ালিং এন্ড এডুকেশন ফর এডিক্শন প্রফেশনাল (্আইসিসিই) এর এ্যাপ্রুভড এডুকেশন প্রভাইডার হিসেবে মাদকাসক্তি চিকিৎসায় নিয়োজিতদের দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষন প্রদান করছে।

আন্তর্জাতিক সংগঠনের সাথে সম্পৃক্ততা:

  • সদস্য, ভয়িনো এনজওি কমটিি অন নারকোটক্সি ড্রাগস্, ভয়িনো, অস্ট্রয়িা
  • সদস্য, দ্যা ওর্য়াল্ড ফডোরশেন এগনেস্টে ড্রাগস, স্টকহোম, সুইডনে
  • সদস্য, দ্যা ইন্টারন্যাশনাল কনর্সোটয়িাম অব এ্যাডক্শিন রলিটেডে অরগানাইজশেন (আইসএিআরও)
  • সদস্য, ফ্রমেওর্য়াক কনভনেশন এ্যালায়ন্সে (এফসএি), জনেভো, সুইজারল্যান্ড

জাতীয় সংগঠনের সাথে সম্পৃক্ততা:

  • সচবিালয় ও নর্বিাহী সদস্য, সংযোগ- বাংলাদশেে মাদকাসক্তি চকিৎিসা কন্দ্রে সমূহরে একটি নটেওর্য়াক
  • সদস্য, জাতীয় এসটিডি/এইড্স এ্যালায়ন্সে
  • সদস্য, জাতীয় তামাক নয়িন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কর্ফোস কমটি, স্বাস্থ্য ও পরবিার কল্যাণ মন্ত্রণালয়
  • নর্বিাহী সদস্য, নটেওর্য়াক ফর নন-কমউিনক্যিাবল ডজিজিসে কন্ট্রোল এন্ড প্রভিন্সেন
  • সদস্য, ইম্ম্যুনাইজশেন প্লাটর্ফম অব সভিলি সোসাইটি ইন বাংলাদশে