নেটওয়ার্ক ও পুরস্কার

নেটওয়ার্ক:মাদক প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমকে জোরদার করা এবং মাদক নির্ভরশীল ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমকে যুগপোযোগী ও আধুনিক করার লক্ষ্যে ঢাকা আহ্ছানিয়া মিশন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

জাতীয় পর্যায়ে:

Sl No. Awards
01 সচিবালয় ও নির্বাহী সদস্য, সংযোগ- বাংলাদেশে মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্র সমূহের একটি নেটওয়ার্ক
02 সদস্য, জাতীয় এসটিডি/এইড্স এ্যালায়েন্স
03 সদস্য, জাতীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
04 নির্বাহী সদস্য, নেটওয়ার্ক ফর নন-কমিউনিক্যাবল ডিজিজেস কন্ট্রোল এন্ড প্রিভেন্সন

আর্ন্তজাতিক পর্যায়ে:

Sl No. Awards
01 সদস্য, ভিয়েনা এনজিও কমিটি অন নারকোটিক্স ড্রাগ্স, ভিয়েনা, অস্ট্রিয়া
02 সদস্য, দ্যা ওয়ার্ল্ড ফেডারেশন এগেনেস্ট ড্রাগস, স্টকহোম, সুইডেন
03 সদস্য, দ্যা ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব এ্যাডিক্শন রিলেটেড অরগানাইজেশন (আইসিএআরও)
04 সদস্য, ফ্রেমওয়ার্ক কনভেনশন এ্যালায়েন্স (এফসিএ), জেনেভা, সুইজারল্যান্ড

পুরস্কার:

ঢাকা আহ্ছানিয়া মিশন মাদক নির্ভরশীল ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন, মাদক প্রতিরোধ, গবেষণা ও প্রকাশনা এবং সমাজ উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব ক্ষেত্রে প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরুপ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে। এর মধ্যে কয়েকটি উল্লেখ করা হলো:

জাতীয় পর্যায়ে:

 

Sl No. Awards
01 মাদকবিরোধী নিরোধ শিক্ষা (সচেতনতা) কার্যক্রমের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ১ম পুরস্কার ২০১৭ সাল
02 মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ১ম পুরস্কার ২০১৬ সাল
03 মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ১ম পুরস্কার ২০১৫ সাল
04 তামাক নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বিশেষ সম্মাননা ২০১৫ সাল
05 মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ২য় পুরস্কার ২০১৪ সাল
06 মাদকাসক্তি চিকিৎসা সংক্রান্ত গবেষণা ও প্রকাশনার জন্য সেরা পুরস্কার ২০১৩ সাল
07 মাদকাসক্তদের চিকিৎসায় বিশেষ অবদানের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ১ম পুরস্কার ২০১২ সাল
08 ঢাকা নগর পদক ২০০৪ সাল
09 জাতীয় মাদক বিরোধী পুরস্কার ২০০৩ সাল
10 স্বাধীনতা পুরস্কার (বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার) ২০০২ সাল

আর্ন্তজাতিক পর্যায়ে:

 

Sl No. Awards
01 এনার্জি গ্লোব এ্যাওয়ার্ড ২০১৭ সাল
02 আরব গাল্ফ প্রোগাম ফর ডেভেলপমেন্ট (এজি ফান্ড পুরস্কার) ২০১৫ সাল
03 ইউনেস্কো কনফুসিয়াস প্রাইজ ফর লিটারেসি ২০১৩ সাল
04 এজি ফান্ড আন্তর্জাতিক পুরস্কার ২০০৪ সাল
05 গ্লোবাল ডেভলপ্মেন্ট নেটওয়ার্ক পুরস্কার ২০০৩ সাল
06 ইউনেস্কো আন্তর্জাতিক সাক্ষরতা পুরস্কার ২০০৩ সাল
07 ইউএন এস্কাপ এইচআরডি পুরস্কার ১৯৯৪ সাল