চিকিৎসার মেয়াদ

চিকিৎসার মেয়াদ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক অঙ্গসংগঠন ইউএনওডিসি ২০০৮ সালে মাদক নির্ভরশীলতার চিকিৎসার ৯ টি নীতিমালা প্রনয়ণ করে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব ড্রাগ এ্যাবিউজ ১৩ টি নীতিমালা প্রনয়ণ করে  (https://www.drugabuse.gov/publications/principles-drug-addiction-treatment-research-based-guide-third-edition/principles-effective-treatment) | উক্ত নীতিমালার ( ৫ নং ধারা) অনুসারে ফলপ্রসূ  চিকিৎসার জন্য পর্যাপ্ত মেয়াদে চিকিৎসা গ্রহণ গুরুত্বপূর্ণ। চিকিৎসার উপযুক্ত সময়কাল  নির্ভর করে ব্যক্তির সমস্যা, চাহিদা ও সম্পদ (Resources) এর উপর। গবেষণায় দেখা যায় যে, যাদের চিকিৎসা ফলপ্রসূ হয়েছে তাদের অধিকাংশ ব্যক্তির চিকিৎসার মেয়াদ ছিল সর্বনি¤œ ৩ মাস এবং দীর্ঘমেয়াদী চিকিৎসায় রোগীকে সম্পৃক্ত রাখার পরামর্শ প্রদান করেছে। মিশন সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে ছেলেদের ক্ষেত্রে আবাসিক চিকিৎসার মেয়াদ সর্বনি¤œ ৬ মাস ও নারীদের ক্ষেত্রে সর্বনি¤œ ৩ মাস নির্ধারণ করেছে। এছাড়া আমরা চিকিৎসা পরবর্তী কমপক্ষে ২ বছর চিকিৎসা কেন্দ্রের সাথে যোগাযোগ রক্ষা, কাউন্সেলিং সেবা গ্রহণ, ব্যক্তিগত বা পারিবারিক কোন সমস্যা হলে দ্রুত সমাধান করার পরামর্শ প্রদান করে থাকি।