প্রশিক্ষণ ও গবেষনা

প্রশিক্ষণ ও গবেষণা:
ঢাকা আহ্ছানিয়া মিশন নিজ কর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের পাশাপাশি সরকারী, বেসরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করে দেশের মাদক নির্ভরশীলতার চিকিৎসা ব্যবস্থপনার মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। সম্প্রতি ঢাকা আহ্ছানিয়া মিশন মাদক নির্ভরশীলদের চিকিৎসা ও পুনর্বাসনে নিয়োজিত পেশাজীবিদের দক্ষতা উন্নয়নের জন্য দ্য কলম্বো প্লান এর International Center for Credentialing and Education of Addiction Professionals (ICCE) কর্তৃক বাংলাদেশে Approved Education Provider হিসেবে স¦ীকৃতি প্রাপ্ত। মাদক নির্ভরশীলদের চিকিৎসা ও সেবার গুণগত মান বৃদ্ধি করে নির্ভরশীলদের সাথে সম্পৃক্ত স্বাস্থ্যগত, সামাজিক এবং অর্থনেতিক ক্ষতি কমিয়ে এনে সমস্যার সমাধান করা এবং নির্ভরশীলদের চিকিৎসার মৌলিক বিষয় সমূহের বিজ্ঞান ভিত্তিক এবং নির্ভরশীল ব্যক্তির চিকিৎসা ও তার পরিবারের জন্য গৃহীত কার্যক্রম সমূহের প্রমাণভিত্তিক চর্চার সর্বশেষ তথ্য সরবরাহের মাধ্যমে নির্ভরশীলদের চিকিৎসা ও পুনর্বাসনে নিয়োজিত পেশাজীবিদের জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা । উপরোক্ত লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে ঢাকা আহ্ছানিয়া মিশন সার্বজনীন চিকিৎসা কারিকুলামের উপর ধারাবাহিক প্রশিক্ষণের আয়োজন করছে। কারিকুলাম সমূহ হচ্ছে :
কারিকুলাম ১ : ফিজিওলজি এন্ড ফার্মাকোলজি ফর এডিকশন প্রফেশনালস
কারিকুলাম ২ : ট্রিটমেন্ট ফর সাব্সটেন্স ইউজ ডিসওরর্ডার-দি কনটিনিয়াম কেয়ার ফর এডিকশন প্রফেশনালস
কারিকুলাম ৩ : কমন কো-অকারিং মেন্টাল এন্ড মেডিকেল ডিজওরর্র্ডাস-এন ওভারভিউ ফর এডিকশন প্রফেশনালস
কারিকুলাম ৪ : বেসিক কাউন্সেলিং স্কিলস ফর এডিকশন প্রফেশনাল্স
কারিকুলাম ৫ : ইনটেক, স্ক্রিনিং, এ্যাসেসমেন্ট, ট্রিটমেন্ট প্ল্যানিং এন্ড ডকুমেন্টেশন ফর এডিকশন প্রফেশনালস
কারিকুলাম ৬ : কেস ম্যানেজমেন্ট ফর এডিকশন প্রফেশনালস
কারিকুলাম ৭ : ক্রাইসিস ইন্টারভেনশন ফর এডিকশন প্রফেশনাল্স
কারিকুলাম ৮ : এথিক্স ফর এডিকশনা প্রফেশনাল্স

এছাড়া আরো যে সকল বিষয়ে প্রশিক্ষণ আয়োজন করা হয় তা হল

  • মাদক নির্ভরশীলতার চিকিৎসা ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ:
  • অংশগ্রহণকারী: বিভিন্ন কারাগারের হাসপাতাল, সদর হাসপাতাল ও বেসরকারী হাসপাতালের চিকিৎসক ও নার্স, এবং সরকারী-বেসরকারী মাদক নির্ভরশীলতার চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ

  • কাউন্সেলিং বিষয়ক মৌলিক প্রশিক্ষণ:
  • অংশগ্রহণকারী: বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কাউন্সেলরগণ যারা মাদক নির্ভরশীল ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের কাউন্সেলিং সেবা প্রদান করেন।

  • মাদক নির্ভরশীলতার চিকিৎসায় নিয়োজিত পেশাজীবিদের (ড্রাগ ট্রিটমেন্ট প্রফেশনাল) জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ
  • অংশগ্রহণকারী: মাদক নির্ভরশীল ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমের সাথে সম্পৃক্ত জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ

  • মাদক নির্ভরশীল ব্যক্তিদের জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ
  • অংশগ্রহণকারী: মাদক নির্ভরশীলতার চিকিৎসায় নিয়োজিত পেশাজীবিগণ

  • বেসিক ড্রাগ ট্রিটমেন্ট বিষয়ক প্রশিক্ষণ
  • অংশগ্রহণকারী: মাদক নির্ভরশীল ব্যক্তিরা

    গবেষণাঃ
    ঢাকা আহ্ছানিয়া মিশন বিভিন্ন বিষয়ের উপর গবেষনার পাশাপাশি মাদক নির্ভরশীলদের উপর একাধিক গবেষণা সম্পন্ন করেছে। এবং গবেষনা বিষয়ের উপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক পুরস্কৃত হয়েছে। গবেষণার বিষয়বস্তু ও লিংক নিম্নে প্রদান করা হল